নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত রসি হাউস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাচের প্রায় ৪৫ জন বন্ধু অংশ নেন।
ইফতার মাহফিলের শুরুতে বন্ধুদের মধ্যে কুশল বিনিময়, স্মৃতিচারণ এবং ছবি ও ভিডিয়ো ধারণ করা হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতারের পর অংশগ্রহণকারীরা একত্রে মাগরিবের নামাজ আদায় করেন এবং এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। আলোচনায় সর্বসম্মতিক্রমে ঈদ-পূর্ণিমিলনী আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের শেষ ভাগে চা-আড্ডার মাধ্যমে পুরোনো দিনের স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন বন্ধুরা। এসময় সকলে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।