আফগানিস্তানের তালেবান সরকার আমেরিকার সঙ্গে বন্দিবিনিময় চুক্তিতে আটক আমেরিকার দুই নাগরিককে মুক্তির ঘোষণা দিয়েছে। এর বিনিময়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আফগান নাগরিক খান মোহাম্মদের বিনিময়ে এদের মুক্তি দেওয়া হবে।
এই বন্দিবিনিময়ে মধ্যস্থতা করেছে কাতার। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দুই দশক আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশ থেকে খান মোহাম্মদকে গ্রেপ্তার করার পর তাকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
তবে কাবুলে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তি পাওয়া নাগরিকদের নাম প্রকাশ করেনি বা কতজনকে মুক্তি দেওয়া হয়েছে তাও বিস্তারিত জানায়নি।
সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরদিনই এই ঘোষণা আসে। ট্রাম্প তার প্রথম মেয়াদে তালেবানদের সঙ্গে একটি চুক্তি করেন। যা ২০২১ সালে আফগানিস্তান থেকে নিজ দেশে সেনা প্রত্যাহার এবং ক্ষমতায় ফিরে আসার পথ প্রশস্ত করে।
নভেম্বরে ট্রাম্পের নির্বাচনে জয়লাভের পর, তালেবান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায় শুরু করার আশাবাদ ব্যক্ত করে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে কাতারের মধ্যস্থতায় বন্দিবিনিময়, আমেরিকার সঙ্গে ‘দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনার’ ফলাফল। কাতারের কার্যকর ভূমিকার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে তালেবান সরকার।