শিল্পী রফিকুন নবী বাস্তবধর্মী কাজ করেন। তাঁর ছবিতে নারী-পুরুষ, শ্রমজীবী মানুষ অর্থাৎ বাংলাদেশেরই চিত্র ও সংস্কৃতি ফুটে ওঠে। তিনি শুধু যে এঁকেছেন তা নয়; দেশের পরিবর্তন আনতে চাইলে রফিকুন নবীর মতো শিল্পকলার চর্চা অপরিহার্য।
শনিবার রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনে ‘রফিকুন নবীর চিত্রাবলি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীর আঁকা চিত্র নিয়ে এই বই প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ছিল গ্যালারি চিত্রক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশে সমালোচনার ধারা গড়ে ওঠেনি এবং চিত্র সমালোচনা কম হয়। সেখানে এই বইয়ের জন্য লেখককে তিনি ধন্যবাদ জানান।