পার্থেই প্রথম টেস্টে একটা সেঞ্চুরি আছে, তাও পুরো সিরিজে ৯ ইনিংস মিলিয়ে রান মাত্র ১৯১। এই হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স। ও দিকে পারিবারিক ব্যস্ততার কারণে সিরিজের প্রথম টেস্টের আগে দলের সঙ্গেই যোগ দেননি অধিনায়ক রোহিত শর্মা।
দলে তারকা সংস্কৃতি (স্টার কালচার) আছে বলেই পারফরম্যান্স এবং পারিবারিক কারণে ছাড় পেয়ে থাকেন ভারতের ক্রিকেটাররা—এমনটাই মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ভারতের স্বার্থে তারকা সংস্কৃতি বন্ধ করা দরকার বলে বিসিসিআইকে পরামর্শও দিয়েছেন সুনীল গাভাস্কার, ইরফান পাঠানের মতো সাবেকরা।