ক্রীড়া ডেস্ক: শুক্রবার ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ফাইনাল দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১ তম আসরের। ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু করে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এবাবের আসর। মাঠ থেকে মাঠের বাইরে সব আলোচনা-সমালোচনাকে কাটিয়ে বিপিএল শেষ করবে তার এবারের আসরের পথ চলা।
গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের ১ এ থেকে প্লে-অফ নিশ্চিত করে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হেসে-খেলে হারিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে ওঠে তারা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে ওঠে চিটাগং কিংস।
দর্শকদের মাঝে স্বাভাবিকভাবেই কৌতুহল থাকে বিপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কত হবে। গত বারের তুলনায় বিপিএলের প্রাইজমানি বাড়ানো হয়েছে ২ কোটি টাকা। ১০ টি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার।
চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। আর রানার্স-আপ দল পাবে ১ কোটি ৫০ লাখ টাকা। আর খুলনা ও রংপুরের মাঝে জয়ী তৃতীয় দলের জন্য নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ টাকা এবং চতুর্থ দল পাবে ৪০ লাখ টাকা।
ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকার পুরস্কার । আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১০ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি বোলার পাবে ৫ লাখ টাকা করে। আর সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডার পাবে ৩ লাখ টাকা।
বিপিএলের প্রাইজমানি
চ্যাম্পিয়ন দল
২,৫০,০০,০০০/-
রানার্স-আপ
১,৫০,০০০০০/-
তৃতীয় দল
৬০,০০,০০০/-
চতুর্থ দল
৪০,০০,০০০/-
ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড়
৫,০০,০০০/-
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
১০,০০,০০০/-
সর্বোচ্চ রান সংগ্রাহক
৫,০০,০০০/-
সর্বোচ্চ উইকেট শিকারি
৫,০০,০০০/-
সেরা উদীয়মান খেলোয়াড়
৩,০০,০০০/-
সেরা ফিল্ডার
৩,০০,০০০/-