ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হতো বাংলাদেশ নারী দলকে। সে কাজটাই করে দেখাল নিগার সুলতানা জোতির দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬০ রানের জয় তুলে নিয়েছে তারা।
দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে।
জিতলেও ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশ নারী দলের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় সফরকারীরা। বড় পুঁজি না পাওয়ার ব্যর্থতা বোলিং দিয়ে পুষিয়ে দেয় বাংলাদেশ। নাহিদা আক্তার, ফাহিমা, রাবেয়া খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।